আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কামারুল আরেফিনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মিরপুরস্থ স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি সঞ্চয় পাল, সাধারন সম্পাদক কাঞ্চন কুমার, সাবেক সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, সহ-সভাপতি আনন্দ কুমার দেবনাথ, পবিত্র দত্ত, পূজা উদযাপন পরিষদের নেতা শ্যামল দত্তসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিগণসহ প্রায় দুই শতাধিক ব্যক্তিবর্গরা। এসময় মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কামারুল আরেফিনের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়া এবং ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
