মিরপুরে পুলিশের অভিযানে তিন ওয়ারেন্ট আসামি আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পুলিশের অভিযানে তিন ওয়ারেন্ট আসামি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে তিনজন ওয়ারেন্টের আসামি আটক হয়েছে। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আব্দুল আজিজ এবং এসআই দীপন ও এসআই অসিত ও এএসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স এর অভিযানে চিথলিয়া এলাকা থেকে ২টি ওয়ারেন্টের আসামি মোহাম্মদ রকি (৩০) কে গ্রেফতার করা হয়।

এছাড়াও ছাতিয়ান ইউনিয়নের ভারল বাঁশতলা থেকে শিপন (২৮) ও পোড়াদহ ইউনিয়নের শুকুন্দী এলাকা থেকে মমিন (৩৮) কে গ্রেফতার করা হয়। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করেছে। এখন  কোন ঘটনা আর ছাড় দেওয়া হবে না। মিরপুর থানায় জিডি, মামলা, ওয়ারেন্ট, ও মাদকের কোন আসামিকে ছাড় দেয়া হবে না। মিরপুর থানা এলাকার সকল জনগণকে মিরপুর থানা পুলিশকে সহায়তার পাশাপাশি সকল সেবা গ্রহণের জন্য থানায় আসার কথা জানান তিনি।