মিরপুরে পুকুর কেটে মাটি বিক্রি ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পুকুর কেটে মাটি বিক্রি ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে অভিযুক্ত দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের নীলগ্রাম মাঠে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভুমি কাজী মোঃ মেশকাতুল ইসলাম। মিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধুবইল ইউনিয়নের নীল গ্রাম মাঠে পুকুরের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করা হচ্ছিল। যার পরিপ্রেক্ষিতে মিরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম এর নেতৃত্বে মিরপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। এ সময় মাটি কাটার অবস্থায় এসকেভেটার  চালক পালিয়ে গেলেও মাটি ভর্তি দুটি স্টারিং গাড়ির চালককে আটক করে দুজন ড্রাইভার মোঃ আল-আমিন ও মোহাম্মদ আসান আলী নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, মিরপুর উপজেলার যে কোন স্থানে অনুমোদিতভাবে মাটি বিক্রি কার্যক্রম সংঘটিত হলেই অভিযান পরিচালনা করা হবে।