মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে নিজ নামীয় জমিতে থাকা পুকুরে মাছ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় ববিতা খাতুন (৫০) নামে এক নারী গুরুতর আহত হয়। সে ঐ গ্রামের ছমির উদ্দিনের স্ত্রী। আহত ববিতা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ববিতার মেয়ে সীমা খাতুন জানান-চক গ্রামের মৃত খোকনের স্ত্রী কাবা খাতুন (৫৫) আমার চাচী। জমিজমা নিয়ে তাদের সাথে আমার মা বাবার বিরোধ চলে আসছে। আমার মা ববিতা খাতুন এর নামীয় জমিতে থাকা পুকুরে মাছ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে তাদের সাথে আমার মায়ের কথা কাটাকাটি হলে আমার মায়ের উপর ক্ষিপ্ত হয়ে পূর্ব শত্রুতার জের হিসাবে আসামী কাবা খাতুন নওদা আজমপুর গ্রামের সুজন আলী(৩০), চক গ্রামের মৃত খোকনের মেয়ে মালা খাতুন, একই গ্রামের মিলন আলীর স্ত্রী সুমি খাতুনকে সাথে নিয়ে শাবল, বাঁশের লাঠি সহকারে গত মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল অনুমান ১০টার সময় চক গ্রামস্থ আমার পিতার বাড়ীতে অনধিকার ভাবে প্রবেশ করে গালিগালাজ করে।
আমার মা ববিতা খাতুন প্রতিবাদ করিলে কাবা খাতুনের হুকুমে সুজনের হাতে থাকা শাবল দ্বারা আমার মায়ের ডান কানে আঘাত করলে কানের পাতা ফেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। অন্যান্য বিবাদীদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আমার মাকে এলোপাতাড়ী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। আমার মায়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে বিবাদীদের হাত থেকে আমার মাকে উদ্ধার করে। বিবাদীদ্বয় ঘটনাস্থল ত্যাগ করার সময় খুন জখমের হুমকি প্রদান করে। মোবাইল ফোনের মাধ্যমে আমি খবর পেয়ে আমার পিতার বাড়ীতে এসে আমার মাকে জখম অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি। বর্তমানে আমার মা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
