মিরপুরে ড্রাম ট্রাকের কারণে বেড়েই চলছে দূর্ঘটনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ড্রাম ট্রাকের কারণে বেড়েই চলছে দূর্ঘটনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩০, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের বারমাইল  থেকে তালবাড়ীয়া হয়ে উপজেলার বিভিন্ন  গ্রামের ছোট রাস্তায় বালু বোঝাই ভারি ৬ চাকা ও ১০ চাকার ড্রাম ট্রাক চলাচলের কারণে দূর্ঘটনা দিন-দিন বেড়েই চলছে সেই সাথে পাকা-কাচা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ৮ টায় মশান থেকে বাড়ী ফেরার পথে বলিদাপাড়া গ্রামে তালবাড়ী থেকে বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন পথচারী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বালু বোঝাই ভারি ড্রাম ট্রাক চলাচল বন্ধ সহ সরকারি নির্দেশনা অমান্য করে রাতের-আঁধারে অপরিকল্পিত অবৈধ ভাবে বালুর গাড়ি চলাচল বন্ধ করার দাবি ও পরিবেশ রক্ষার্থে সচেতন এলাকাবাসী উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে কোন ফল পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, কোন এক মহলের দাপটে এই ড্রাম ট্রাক গাড়িগুলো দিনদিন আরো বেপরোয়া হয়ে চলাচল করতেছে। পর্যাপ্ত পরিমানের বালু লোড নিয়ে তাদের নির্দিষ্ট সাইড নিয়ে চলতেছে না, ফলে সড়ক দুর্ঘটনা ঘটছে। রাত ২টা পর্যন্ত চলাচল করায় শব্দ দূষণের কারণে ঘুম সহ নানান সম্যাসার সম্মুখীন আমরা হচ্ছি। আমাদের ছোট রাস্তা দিয়ে বালু বোঝাই ১০ চাকার ড্রাম ট্রাক, ট্রাক্টর, ট্রলিতে করে চলাচলের ফলে গ্রামীণ পাকা ও মাটির সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাতায়াতের একেবারেই অনুপযোগী হয়ে পড়ছে।  ট্রাক সহ বালু মহল বন্ধ করার জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সর্বস্থরের জনগণ।