মিরপুরে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়ার মিরপুরে “নির্বাচন বিরোধী সন্ত্রাসবাদীদের প্রতিহত করুন” প্রতিপাদ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসানুল হক ইনুর পক্ষে ও বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাস নৈরাজ্য-হরতাল অবরোধ, অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিরপুরে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মিরপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমলা বাজারে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপজেলার আমলা, মালিহাদ ও সদরপুর ইউনিয়ন জাসদের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, মালিহাদ ইউনিয়ন জাসদের সভাপতি আরিফুল ইসলাম, সদরপুর ইউনিয়ন জাসদের সভাপতি সাফদার হোসেন মেম্বার,বহলবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি হাবিবুর রহমান,জাতীয় যুবজোটের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারণ সম্পাদক মাসুদ ডাক্তারসহ প্রমুখ।
