মিরপুরে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১১, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুর প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ আগষ্ট) মিরপুর বাজার ঈগল চত্বরে সমাবেশে কয়েকশো জামায়াত সমর্থিত নেতা-কর্মীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির ওমর ফারুকের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা নায়েবে আমির আব্দুল গফুর।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গনঅভ্যুথানের মাধ্যমে আমাদের বিজয় অর্জন হয়েছে। ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। হত্যা, খুন, গুম, জুলুমবাজীর দিনের অবসান হয়েছে। বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের এখন কাজ ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে ইসলামি হুকুমত প্রতিষ্টা করা। তবেই আমাদের এই বিজয়ের সার্থকতা আসবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী,উপজেলা আমির খন্দকার রেজাউল করিম,উপজেলা নায়েবে আমির শাহ আক্তার মামুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক গোলাম মোস্তফা, অভিভাবক হাফেজ রাজিবুল ইসলাম, কুষ্টিয়া জজ কোটের আইনজীবী মাহফুজুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  মিরপুর প্রতিনিধি জুনায়েদ আল নাঈম, সোয়াদ আলী, ফুলবাড়িয়া ইউনিয়ন আমীর ইব্রাহিম খলিল সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মিরপুর বাজার ঈগল চত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।