মিরপুরে জামাতের সমাবেশে বিএনপির হামলায় নিহত খোকন মোল্লার দাফন সম্পন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জামাতের সমাবেশে বিএনপির হামলায় নিহত খোকন মোল্লার দাফন সম্পন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জামাতের সমাবেশে বিএনপি’র ছদ্মাবরণে জাসদের হামলার ঘটনায় নিহত খোকন মোল্লার দাফন সম্পন হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকালে বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে বুরাপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন, জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমীর আব্দুল গফুর, সাবেক নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসাইন, সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শহর আমীর এনামুল হক, টিম সদস্য অধ্যাপক জোমারত আলী, কুমারখালি-খোকসার জামাত নেতা আবজাল হোসাইন, মিরপুর উপজেলা আমীর খন্দকার মাওলানা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, ভেড়ামারা উপজেলা আমীর জালাল উদ্দীন, মিরপুর উপজেলা সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারী ওমর ফারুক, গোলাম মোস্তফা, এ্যাড. মাহফুজুর রহমান, আমলা ইউনিয়ন আমীর নাসিম রেজা মুকুল সহ স্থানীয় জামায়াতে ইসলামীর প্রায় ১০ হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ নেতা নাসির নব্য বিএনপি সেজে জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী  প্রার্থীকে সরিয়ে দিয়ে নিজে সভাপতি হওয়ার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নাসিম রেজা মুকুলকে ভয় ও হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং ১১ তারিখ রাতে সন্ত্রাসী নাসির বাহিনী জামায়াত কর্মীদের বাড়ীতে হামলা ও লুটপাট চালায়। এর প্রেক্ষিতে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় প্রশাসন বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের ব্যক্তিবর্গ নিয়ে উক্ত প্রতিষ্ঠানে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করেন। জামায়াত কর্মীরা উক্ত বৈঠকের জন্য গত রবিবার (১২ জানুয়ারী) বিকেলে স্কুল প্রাঙ্গনে উপস্থিত হওয়া মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা নব্য বিএনপি নেতা নাসির এবং তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত কর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে অনেককে গুরুত্বর আহত এবং হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। উক্ত ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বুরাপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে খোকন মোল্লা (৩২) নামে একজন কর্মী শাহাদাত বরন করেন। এঘটনায় জামাতের ৩৫ জন নেতাকর্মী গুরুত্বর আহত হন এবং স্থানীয় জামায়াত কর্মীদের ঘর বাড়ীতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।