মিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন বলেছেন, যুবদের জন্য কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, আমাদের দেশে জনসংখ্যার সর্বাধিক অংশই যুব-যা সারাবিশ্বে অন্য কোন দেশে নেই। অপার সম্ভাবনাময় যুব শক্তিকে ব্যবহার করে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মিরপুর উপজেলা প্রশাসন কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তিনি আরও বলেন, বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের যুব হিসেবে ধরা হয়। সুযোগ পেলে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারেন এই বয়সীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দদার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহা: নূরুল ইসলাম নান্নু প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৬ জন যুব ও যুবাকে মাত্র পাঁচ শতাংশ সার্ভিস চার্জে ৪ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এরআগে ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
