মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত ২০২৪ পালিত হয়েছে। গতকাল সোমবার (২৭ মে) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এর সমাপনী অনুষ্ঠিত হয়। শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্য নিয়ে মিরপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শেষে এক আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরা প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য এ বছর ২৬ মে হতে সপ্তাহব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ঘোষণা করা হয়।এতে বিদ্যালয় পর্যায়ে বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল, কাব সদস্য ও ক্ষুদে ডাক্তারদের নেতৃত্বে শিক্ষার্থী ও শিক্ষকগণ কর্তৃক বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান , শিক্ষার্থী ও শিক্ষকগণ কর্তৃক প্রস্তুতকৃত শিক্ষা উপকরণ এবং পোস্টার দ্বারা বিদ্যালয় সজ্জিত করণ এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও ঝরে পড়া রোধকল্পে মা-অভিভাবক সমাবেশ কর্মসূচি রাখা হয়।এছাড়াও শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষামূলক সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান করার নির্দেশনা দেয়া হয়।
