মিরপুরে জাতীয় গণহত্যা দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জাতীয় গণহত্যা দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৬, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায়  জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার (২৫ মার্চ) সকাল ৯ টায় এ উপলক্ষে মিরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা আবাসিক এলাকা সংলগ্ন শহিদ স্মৃতিসৌধে এসে শেষ হয়। পরে সেখানে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা প্রকৌশলী রৌশন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাসেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পূর্বপরিকল্পিত ভাবে তাদের অপারেশন সার্চলাইট নামের নীল নকশার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে নিরীহ বাঙালির ওপর নির্মম নির্যাতন চালায়। সংগঠিত হয় ইতিহাসের নির্মম জঘন্যতম গণহত্যা। আজকের এই দিনে নির্যাতিত নির্মম বাঙালি যারা প্রাণ দিয়েছিল তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।