মিরপুরে জমিতে সেচ দেয়া নিয়ে হামলায় আহত দুই - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জমিতে সেচ দেয়া নিয়ে হামলায় আহত দুই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জমি সেচ দেয়া নিয়ে হামলায় ২ জন আহত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিমতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। হামলায় গুরুতর আহত ব্যক্তির নাম রজব আলী (৩০)। সে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামের আব্দুল গাফফারেরর পুত্র। বর্তমানে সে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আহত অপর ব্যক্তির নাম সাইদুল ইসলাম।সে একই গ্রামের আফসার আলীর ছেলে। সাইদুল ইসলাম জানান-গত রবিবার (২৯ ডিসেম্বর) সকালে আমার গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়ার বিষয় নিয়ে চৌদুয়ার গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে আব্দুল আলিম (৩৫)এর সাথে আমার কথা কাটাকাটি হয়। পরবর্তিতে বিষয়টি সেখানে সমাধান হয়ে যায়।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল অনুমান-সাড়ে চারটার সময় আমি নিমতলা বাজারে বাজার করার জন্য গেলে চৌদুয়ার গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে আব্দুল আলিম, কালাম বিশ্বাস (৩৫), সেলিম বিশ্বাস (৪০) সহ ৭/৮ ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে অতর্কিত ভাবে পিছন থেকে আমাকে ধরে টানা হেচড়া করে মাটিতে ফেলায়ে দিয়ে সকলে মিলে চড় থাপ্পড় কিলঘুষি লাথিসহ তাদের হাতে থাকা কাঠের বাটাম, হাতুড়ী, কোমরের বেল্ট দিয়ে আমার শরিরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করে আমার শরিরের বিভিন্নস্থানে নিলাফোলাসহ কালশিরা জখম করে। তখন আমার প্রতিবেশী রজব আলী তাদের কবল হতে আমাকে রক্ষা করতে গেলে তারা রজবকে ধরে টানা হেচড়া করে মাটিতে ফেলায়ে দিয়ে সকল বিবাদী মিলে চড় থাপ্পড় কিলঘুষি লাথিসহ তাদের হাতে থাকা বাটাম, হাতুড়ী, কোমরের বেল্ট দিয়া তাহার শরিরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করে তার শরিরের বিভিন্নস্থানে নিলাফোলাসহ কালশিরা জখম করে এবং হাতে থাকা ধারালো অস্ত্র দিয়া রজবের মাথায় আঘাত করে মাথার ডান পাশে রক্তাক্ত জখম করে।

তখন আমাদের ডাকচিৎকার শুনে সেখানে উপস্থিত পথচলতি আশপাশের লোকজন এসে আমাদের ২জনকে হামলাকারীদের কবল হতে রক্ষা করে। তখন হামলাকারীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র উচিয়ে হুংকার দিয়ে বলতে থাকে এই ব্যাপারে বেশি বাড়াবাড়ী করলে ভবিষ্যতে আমাদের সহ আমাদের পরিবারের লোকজনদের খুনযখম করে ফেলবে বলে শাষন গর্জন করতে থাকে। বিবাদীদের মারধরের কারনে রজব জখম হয়ে বেশি অসুস্থ হওয়ায় উপস্থিত লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য পথচলতি অটোযোগে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে চিকিৎসার জন্য ভর্তি করায়ে রাখে। হামলাকারীদের এহেন কার্যকলাপের কারনে আমরা আমাদের পরিবার নিয়ে কঠিন নিরাপত্তাহিনতা সহ বিবাদীরা আমাদের সহ আমাদের পরিবারকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা মূলক কাজ করেছে মর্মে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে ভবিষ্যতে যাহাতে উক্ত বিষয় নিয়ে কোন সমস্যার সম্মুখিন না হতে হয় মর্মে বিষয়টি আমি রজব আলীর মুখে  শুনে জেনে এবং সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহন করায়ে আমার নিকট আত্মীয়-স্বজন ও স্থানীয়, গন্যমান্য ব্যক্তি বর্গের সহিত আলাপ-আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী আমি নিজে থানায় এসে অভিযোগ দায়ের করেছি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান-এব্যাপারে একটা অভিযোগ পেয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।