মিরপুর প্রতিনিধি ॥ যে কোন প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে একঝাক তরুণ শিক্ষার্থী সতর্কতামূলক মাইকিং কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার (০৯ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে কয়েকশত শিক্ষার্থী হেটে হেটে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইকিং করে সতর্কতামূলক বিভিন্ন ঘোষণা প্রচার করেন।
এসময় তারা বলেন-মিরপুরে কেউ কোনো টেন্ডারবাজি করতে পারবেননা। যে কোন প্রকার চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ ঘোষনা করা হলো। কেউ এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সবাই মিলে চেষ্টা করুন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অযথা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে বাজারে অস্থিতিশীলতা তৈরী করবেননা। সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য শিক্ষার্থীরা ব্যাপক কাজ করছে, যাতে কেউ দেশে অস্থিতিশীলতার সুযোগ নিয়ে তাদের উপর কোন হামলা না করতে পারে, সেজন্য বিভিন্ন এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।
কোনো স্বার্থান্বেষী মহল তার স্বার্থ হাসিলের জন্য জনসাধারণের উপর কোন অত্যাচার যেন না করে, সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। জ্বালাও পোড়াওসহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে আমরা দৃড় প্রতিজ্ঞাবদ্ধ আছি। এ সময় সাগর, সাব্বির, তন্ময়, ইয়ামিন, নিলয়, মিঠু, আসিফ, তীব্র, ইয়ামিন, সাজিম, তৌসিফ, আলিফ সহ মিরপুরের প্রতিটা ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়নের কয়েকশত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
