মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ১৩টি ইউনিয়নের ১২৪ জন গ্রাম পুলিশের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ পরিচয় পত্র বিতরণ করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন মিরপুর থানার এস আই ওসমান গণি ও তার সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশ কমিটির সভাপতি নিমাই দফাদার, সাধারণ সম্পাদক সাগর হোসেন, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম সহ সকল গ্রাম পুলিশের সদস্য বৃন্দ। গ্রাম পুলিশ সদস্য আশরাফুল ইসলাম বলেন-ইতিপূর্বে আমাদের কোন পরিচয়পত্র ছিলোনা। আমরা সাধারণ পোষাকে দায়িত্ব পালন করার সময় আমাদের পরিচয়পত্র না থাকার কারনে ভোগান্তিতে পড়তে হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে পরিচয় পত্র দিয়েছেন, এতে মাঠ পর্যায়ে আমাসের কার্যক্রম বাস্তবায়নে ব্যাপক সুবিধা হবে।
