মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক সার ব্যবসাকে জরিমানা করেছে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছাতিয়ান ইউনিয়নের ধলসা বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিসিআইসির সার ডিলার মেসার্স মালিথা ট্রেডার্সের মালিক বশির আহম্মেদকে কৃষি বিপনন আইনের ২০১৮ এর ১৯ (ঠ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
