মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের এমপি মোঃ কামারুল আরেফিনের উদ্যোগে মিরপুর ও ভেড়ামারা উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় মিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুই উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার বৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ, উপজেলা ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক গনের ইফতার অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ কামারুল আরেফিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ কামারুল আরেফিন বলেন, দুই উপজেলার সকল কর্মকর্তাদের এক করতে পেরে অনেক ভালো লাগছে। আপনারাই তৃণমূল জনগণের সেবা করে থাকেন। আপনাদের মাধ্যমে আমার আসনের সকল জনগণের সেবা করতে চাই। দুই উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের প্রত্যেকের নির্ধারিত কাজ সঠিকভাবে করার নির্দেশ দেন তিনি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হালিম, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ , ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জহুরুল ইসলাম ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা প্রমুখ।
