মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ২৫ লিটার গাঁজালো তাড়িসহ ৫ জন ও নিয়মিত মামলার এজাহার ভুক্ত ২ আসামিসহ গ্রেফতার ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মিরপুর থানা পুলিশের দুইটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। ২৫ লিটার গাঁজালো তাড়িসহ গ্রেফতারকৃতরা হলেন, পাহাড়পুর গ্রামের আঃ সাত্তার’র ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৪), ছুরাপ আলী’র ছেলে মোঃ শিপন (২১), নাসির উদ্দীন’র ছেলে মোঃ তপু বিশ্বাস (২১), উভয় গ্রাম-আটিগ্রাম, শিমুলিয়া গ্রামের মোঃ করিম ফকির’র ছেলে মোঃ মুসা (২৬), নওদাপাড়া গ্রামের মৃত লতিফ মন্ডল’র ছেলে মোঃ আসমান (২৬)।
মিরপুর থানার মামলা নং-২০ তাং-২২/০১/২০২৫, ধারা ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড। এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় হলেন, মৃত আশরাফুল ইসলাম’র ছেলে জিসান (২২), মৃত রজব আলী’র ছেলে ইসরাইল (৫০), উভয় গ্রাম-কাজীপুর, সর্ব থানা- মিরপুর। গ্রেফতারকৃত (১-৫) নং আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
