মিরপুরে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ৪২ জনকে সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ৪২ জনকে সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৬, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে এ বছর আলিম পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ৪২ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা ক্যাম্পাসে প্রথমবারের মত এই সংবর্ধনার আয়োজন করে কর্তৃপক্ষ। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, শুধুমাত্র শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে তাদের সংবর্ধনা দেওয়া হলো।এদিকে এই সংবর্ধনা পেয়ে চরম খুশি শিক্ষার্থীরা। আগামীতে ভাল ফলাফল ধরে রেখে দেশের কল্যানে কাজ করার অঙ্গীকার তাদের। মিরপুর ভেড়ামারা ও দৌলতপুর তিন উপজেলার একমাত্র এই ফাযিল মাদ্রাসাকে আগামীতে বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাষ্টার্স মাদ্রাসায় রূপ দিতে চাই জানিয়ে দাতা সদস্য গোলাম কিবরিয়া বলছেন,

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে আগামীতেও এই সংবর্ধনা অব্যাহত থাকবে।মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল(ডিগ্রী)  মাদ্রাসার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হামিদুল ইসলামের সভাপতিত্বে এসময় সহকারী অধ্যাপক মতিয়ার রহমান,ছাইদুর রহমান, হাদিউজ্জামান,শাহিনুর ইসলাম,ফারুক হোসেন,মাহমুদুল হাসান,প্রভাষক লাবলুর রহমান,মহসিন আলী,চাঁদনী খাতুন,শহিদুল ইসলাম,বিলকিস খাতুন,মাহবুবা জাহানসওদা,সহকারী শিক্ষক খয়বর আলী, রেজাউল করিম,আবুলবাশার,নাজমা সুলতানা, সোহেল রানা, ফেরদাউস আলী,সুমাইয়া খাতুন,সাদিয়া আফরিন সেতু,ওমর ফারুক,আব্দুল খালেক,মিজানুর রহমান,মালা খাতুন,জহুরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।