মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে অফিসার্স ক্লাবের টিনশেড ঘর ভেঙ্গে আধুনিক অফিসার্স ক্লাব নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাব মিরপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোঃ কামারুল আরেফিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান প্রমুখ । জানা যাই, স্থানীয় সংসদের সার্বিক সহযোগিতায় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের পরিকল্পনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের তত্ত্বাবধানে দীর্ঘদিন পর আধুনিক অফিসার্স ক্লাব তৈরি হতে যাচ্ছে। তিন তলা বিশিষ্ট ভবনের নিচে খেলাধুলার স্থান, দোতলাতে অফিসার্স ক্লাবের অফিস এবং তৃতীয় তলায় আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হবে। উল্লেখ্য মিরপুর উপজেলা পরিষদের আবাসিক এরিয়ায় অবস্থিত অফিসার্স ক্লাবের টিনসেট ঘর দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। সর্বশেষ স্থানীয় সংসদ কামারুল আরেফিন এর মাধ্যমে আধুনিক ভবন পেতে যাচ্ছে মিরপুর অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।
