মিরপুরে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে ভাংচুর ও লুটপাটের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইদবার আলীর ভাই ও বারুইপাড়া ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আজিজুল হকের নেতৃত্বে নিরীহ সাধারন মানুষের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৪দিন অতিবাহিত হলেও থানায় মামলা রেকর্ড করাতে পারেননি বলে অভিযোগ করেছেন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০)। ভুক্তভোগী দেলোয়ার জানান চুনিয়াপাড়া গ্রামের মৃত আমজেদ মন্ডলের ছেলে আজিজুল মন্ডল (৫৫),

তার ছেলে আরিফুল মন্ডল (৩৫), তার স্ত্রী আলো খাতুন (৫০) ও খোকন আলী (৪০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমাদের প্রতিবেশী। পূর্ব হতে তাদের সাথে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৯ অক্টোবর  বেলা ১১টার সময় তারা হাতে দেশীয় অস্ত্র লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটামে সজ্জিত অবস্থায় আমার বাড়ীতে অনধীকার প্রবেশ করে আমার নাম ধরে ডাক চিৎকার ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময় আমার মা তাসলিমা খাতুন (৬২), ঘর হতে বাইরে এসে তাদের গালিগালাজ করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আজিজুলের নির্দ্দেশে হুকুমে আলো খাতুন আমার মায়ের চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে মাটিতে ফেলে দলিয়ে পাড়িয়ে মরনাপন্ন অবস্থার সৃষ্টি করে।

আরিফুল তার হাতে থাকা লোহার রড দ্বারা আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে ফোলা কালশিরা জখম করে। আমার মায়ের ডাক চিৎকারে আমার ভাবি সুমি খাতুন (৩২) এগিয়ে এসে ঠেকাতে গেলে আজিজুল তার হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আমার ভাবিকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে আঘাত করে। ওই সময় আমার ভাবি মাথা সরায়ে নিলে উক্ত আঘাত লক্ষ্যভ্রষ্ঠ হয়। তখন খোকন তার হাতে থাকা কাঠের বাটাম দিয়ে আমার ভাবির শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী মারপিঠ করতঃ পরনের কাপড় চোপড় ছিড়ে ছুটে বেআবরু করতঃ শ্লীলতাহানি ঘটায়।

আজিজুল আমার মায়ের পরনের কাপড় চোপড় ছিড়িয়া ছুটিয়া বেআবরু করে। আরিফুল আমার মায়ের গলায় থাকা ১ ভরি ৩ আনা ওজনের ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যমানের একটি স্বর্ণের চেইন  ছিড়ে নেয়। এরপর তারা একযোগে লাঠিসোটা দিয়ে আমার মা ও ভাবিকে এলোপাতাড়ী মারপিঠ করতে থাকে। তারা আমার ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাব পত্র সহ ঘরের দরজা জানালা ভাংচুর করে অনুমান ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। জখমীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণ জখমীদের ভবিষ্যতে খুন-জখমের ভয়ভীতি দেখায়ে চলে যায়।

ভুক্তভোগী দেলোয়ার আরো জানান, সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থালে এসে জখমীদের জখম অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত লোকজনদের সহায়তায় পথচলিত পাখিভ্যানযোগে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার জন্য ভর্তি করি। এঘটনায় আমি থানায় এজাহার দায়ের করার জন্য ৪দিন যাবৎ ঘোরাঘুরি করছি। কিন্তু থানায় এজাহার দায়ের করা সম্ভব হয়নি। এবিষয়ে অভিযুক্ত আজিজুলের ভাই ও ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি ইদবার আলী জানান, দেলোয়ারের সাথে আজিজুলের আর্থিক লেনদেনের একটা ব্যাপার আছে। দেলোয়ার টাকা দিতে ব্যর্থ হওয়ায় অনাকাংখিত ঘটনার কথা প্রচার করে বেড়াচ্ছে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, বিষয়টি মামলা হওয়ার মতো উপযোগী নয় বলে মনে হয়েছে, তবে তদন্ত করে মামলা নেয়ার মত হলে মামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।