মিরপুরে অধ্যক্ষ শহিদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে অধ্যক্ষ শহিদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৫, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা অধ্যাপক শহিদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মিরপুর উপজেলা বিএনপির নেতারা। গতকাল বুধবার (১৪ আগস্ট) মিরপুর উপজেলা বিএনপি আয়োজিত এক শান্তি সমাবেশে এ ঘোষণা দেন মিরপুর উপজেলার বিএনপি’র সভাপতি আব্দুল হক। এ সময় সভাপতি আবদুল হক বলেন, সংসদ সদস্য শহিদুল ইসলাম একজন স্বার্থন্বেষী নেতা। তিনি দলের দুঃসময়ে কর্মীদের পাশে কখনোই ছিলেন না।

শত শত কর্মীরা নাশকতার মামলায় দিনের পর দিন জেল হাজত খেটেছেন কিন্তু এই নেতা কোনো কর্মীর কোনদিন খোঁজ খবর নেননি। বরং কতিপয় জাসদের নেতাদের সঙ্গে আতাত করে নেতৃত্ব বিক্রি করে দিয়েছিলেন। আজ তিনি সুসময়ে আবার নির্বাচন করার স্বপ্ন দেখছেন। তিনি বলেন দল থেকে মনোনয়ন না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, আমি একটি কথাই বলে দিতে চাই এই ধরনের নেতার পিছনে আমরা কখনো কাজ করবো না।

এইরকম স্বার্থপর নেতার সমস্ত কুকাজ আমরা রুখে দেব। আমাদের নেতা দুঃসময়ের বন্ধু ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী তিনি তারুণ্যের নেতা আমাদের দুঃসময়ে পাশে ছিলেন সুখের সময়ও পাশে আছেন। আমরা তার হয়ে কাজ করব। স্বার্থপর ফ্যাসিস কোন নেতার কাজ করবো না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম তারুণ্যের নেতাদের প্রতি আশ্বস্ত তাই এবার কোন বেইমান মীরজাফর কে আমরা সে সুযোগ দেব না। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার তসলিম নিশাত, উপজেলা যুবদল নেতা আজাদ হোসেন, পৌর বিএনপি নেতা আফজাল হোসেনসহ জেলা উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।