মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সংসদ সদস্য মহোদয়ের অনুকূলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত অর্থের চেক প্রকল্প সভাপতিগণের নিকট হস্তান্তর ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৩০ মার্চ) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৬, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়াদ্দার। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া নারী ও শিশু কোর্টের পিপি আলহাজ্ব এড আব্দুল হালিম, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ও মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাঞ্চন কুমার প্রমুখ।এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রকল্প সভাপতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪২ লক্ষ ৮০ হাজার টাকার টি আর, ৯ লক্ষ টাকার কাবিটা সহ মোট ৫১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তাছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কয়েকজনের মাঝে ৪৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
