মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক টাস্কফোর্স এবং মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে প্রায় ৬৫ লক্ষ ৩২ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার এবং মাদকদ্রব্য আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন আমলা বাজার নামক স্থানে গোডাউনে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার সার মজুদ থাকার তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গত ১০ নভেম্বর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন মোঃ নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিরপুর, কুষ্টিয়া, আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কুষ্টিয়া এবং বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উক্ত অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত ৫১ লক্ষ ২ হাজার২৫০ টাকা ( একান্ন লক্ষ টাকা প্রায়) মূল্যের সার জব্দ করা হয়েছে যার মধ্যে রয়েছে,
ম্যাগনেসিয়াম সালফেট-১২৫০ বস্তা, আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা, টিএসপি সার-২২০ বস্তা, আনুমানিক মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা, ইউরিয়া সার-১০২০ বস্তা আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৭৭ হাজার টাকা, এমওপি সার-১১০৫ বস্তা আনুমানিক মূল্য ১১ লক্ষ ৫ হাজার টাকা, ডিএপি সার-৬১৫ বস্তা আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪৫ হাজার ৭৫০ টাকা, ভুটান পাউডার-৬০০ বস্তা আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। উল্লেখ্য যে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ সরকারের সার ব্যবস্থাপনা আইন ২০১৮ এর ৮ (১) এর ‘ক’ ধারা অনুযায়ী সারের মালিক (১) মোঃ রিংকু কে ১ লক্ষ টাকা এবং মোঃ আশরাফ হোসেনকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
