নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে জেলা প্রশাসকের নির্দেশনায় স্থাপন করা হচ্ছে পথ নির্দেশক। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৯ মার্চ) মিরপুর জিয়া রোড সড়কে পথ নির্দেশক উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা।এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ইঞ্জিনিয়ার রোশান আহম্মেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান,পল্লী কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার সোহেল রানা প্রমুখ।
