মিরপুরে মা দিবসে স্বপ্নজয়ী মায়েরা পেলো সম্মাননা
‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিরপুরে মা দিবসে স্বপ্নজয়ী মায়েরা পেলো সম্মাননা
রোববার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ওই আলোচনা সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরফেীন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুৃনসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভা শেষে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে স্বপ্নজয়ী মায়েদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
