মাদক ব্যবসায়ী এরশাদ আবারও ফেনসিডিলসহ গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদক ব্যবসায়ী এরশাদ আবারও ফেনসিডিলসহ গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ এরশাদ আলী নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার  । গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল)  কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেলের পরিদর্শক মাহবুবা জেসমিন রোমার দিক নির্দেশনায়, উপ পরিদর্শক মোঃ রাসেল কবিরের নেতৃত্বে, মোঃ ইমরান হোসেন ও মোঃ মামুনকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন পূর্ব মহিষকুন্ডি, ১ নং প্রাগপুর ইউনিয়ন মোঃ এরশাদ আলীর বাড়ি চতুর্দিক থেকে ঘিরে ফেলে, এবং আসামীর শয়ন কক্ষে তল্লাশি করে টিনের বাক্সের মধ্যে থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮০ বতল ফেনসিডিলসহ মোঃ এরশাদ আলীকে (৩৩) গ্রেফতার করেন। আটককৃত মাদক ব্যবসায়ী এরশাদ আলী পূর্ব মহিষকুন্ডি গ্রামের মোঃ জয়নালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী এরশাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে, গভীর রাতে ভারতের  তারকাটা সীমানা পার হয়ে এই  অবৈধ ফেনসিডিল বাংলাদেশে সরবরাহ করে থাকেন, এবং বিভিন্ন সময়ে প্রশাসনের সোর্স হিসেবেও কাজ করেন। বিভিন্ন সময় বিভিন্ন পেশার লোকজন এরশাদের  বাড়িতে আসা-যাওয়া করেন। তার বাড়ির সামনে রাতের বেলায় বিডিআরের চেকপোস্ট থাকলেও তার কোন আসে যায় না। এ বিষয়ে দৌলতপুর থানায়, উপপরিদর্শক মোঃ রাসেল কবির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক, একটি নিয়মিত মামলা দায়ের করেন,যার মামলা নাম্বার ৩১।