দৌলতপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব অভিযান চালিয়ে গাঁজা সহ সেলিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের শাহাবাজ মোল্লার ছেলে।

দৌলতপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোর ৪.১০ মিনিটে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের শাহাবাজ মোল্লার ছেলে সেলিমের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবায়ী সেলিমকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী সেলিমকে রবিবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে যার নং-৩৩।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, র্যাবের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ সেলিম নামে একজনকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
