মাদক বন্ধ করতে কঠোর হতে হবে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদক বন্ধ করতে কঠোর হতে হবে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২২, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার বালিয়াপাড়াতে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বালিয়াপাড়া বাজারে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে এলাকাবাসীর আয়োজনে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এতে সভাপতিত্ব করেন কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন বাবু, সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মাহাবুব আলম বিশু। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, বালিয়াপাড়া কলেজ অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুল মজিদ, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির ও যুগ্ম আহবায়ক মোক্তাদির রহমান, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমূখ।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমাদের দেশে মাদক আসে ভারত থেকে। বাংলাদেশের স্ব স্ব বডার অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভাবে হস্তক্ষেপ প্রয়োজন। কুষ্টিয়ার সাথেও ভারতের বর্ডার সংযুক্ত রয়েছে, মাদক আমাদের দেশে তৈরি হয় না। আমরা যত কথাই বলি প্রশাসন যদি এটার ব্যবস্থা না নেয়, তাহলে বর্ডার কন্ট্রোল করা কঠিন। প্রশাসনকে কাজ করতে হবে, বর্ডার এলাকা সিল করতে পারলে মাদক এবেলেভেল হবে না। মাদক বন্ধ করতে কঠোর হতে হবে এবং তরুন যুব সমাজের জন্য সংস্কৃতি, খেলাধুলার বিষয়ে গুরুত্বারোপ করতে হবে। যারা বেকার তরুন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ দেশের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে যুব সমাজের কর্মসংস্থানের বিষয় উল্লেখ্য করা হয়েছে।

আগামী দিনে আপনাদের সমর্থনে একটা সুন্দর সমাজ গড়তে চাই। ইভটিজিং বন্ধে আপনার সন্তান কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে। একজন অভিভাবকের উচিৎ নিয়মিত তার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, সময় মতো বাড়িতে ফিরছে কিনা খোজ নিতে হবে। আর কিশোর গ্যাং তখনি তৈরী হয়, যখন আমার, আপনার সন্তান সমাজে খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে। আমরা চাই সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে। যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। সমাজে কোথায় বিশৃঙ্খলা হলে, কাউকে উসকানি না দিয়ে সমাধানের পথ বের করতে হবে। সকলে মিলেমিশে বসবাস করতে হবে। কেউ অপরাধ করলে প্রশাসনকে অবগত করতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে ধাবিত হচ্ছি। তাই নিজেদেরকে সচেতন হতে হবে। এদিকে এলাকা থেকে মাদক সন্ত্রাস নির্মূলে ও আগামী দিনে সুন্দর, সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার পাশাপাশি, কুষ্টিয়াকে আধুনিকায়ন হিসেবে গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বানে, ২৩ টা গ্রাম প্রধান একত্বতা প্রকাশ করেন।