মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর ভূমিকায় থাকবে জেলা পুলিশ : এসপি আলমগীর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর ভূমিকায় থাকবে জেলা পুলিশ : এসপি আলমগীর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১২, ২০২৪

নিজ সংবাদ ॥ গতকাল বৃহঃবার (১১ জুলাই) দুপুর তিনটা ২০ মিনিটে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় করেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন (পিপিএম-সেবা)।

উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতোয়ার রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলার অবনতি তুলে ধরে কিশোর গ্যাং, মাদক, গ্রামগঞ্জে গরু চুরি, যানজট, অবৈধ ট্রলি চলাচল, শহরে বেপরোয়া ভাবে মটর সাইকেল চালানো সহ বিভিন্ন বিষয় ও অপ-সাংবাদিকতা রোধে পুলিশকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এছাড়াও কুষ্টিয়া জেলায় সাংবাদিকদের উপর হামলার বিষয়েও আলোচনা করেন। সাংবাদিদের পক্ষ থেকে বলা হয়, সাংবাদ সংগ্রহকালে কোন সাংবাদিক হামলার শিকার হলে অনেক সময় পুলিশকে নিরব ভূমিকা পালন করতে দেখা যায়, তাই সাংবাদিক হামলার শিকার হলে অবশ্যই দোষীদের যেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়।

এছাড়াও কুষ্টিয়া  এবং শহরের বিভিন্ন মাদক স্পটের তথ্য দিয়ে মাদক সেবন ও ব্যবসা রোধে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ^াস দেন সাংবাদিক নেতারা। এছাড়াও সম্প্রতি দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপর হামলা এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের নিরব ভূমিকার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা।

সেই সাথে নির্মম ভাবে হত্যার শিকার দৈনিক কুষ্টিয়ার খবর’র প্রায়ত ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল’র মামলার অগ্রগতি ও মামলাটি পিবিআইতে হস্তান্তরের বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ সুপারের সহযোগিতা কমনা করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এবং দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক মাটির ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক লুৎফুর রহমান কুমার, প্রথম আলো’র (কুষ্টিয়া) নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, ডিবিসি টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসন রানা, দীপ্ত টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি লিটনউজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক মাটির পৃথিবী সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, দৈনিক সূত্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, মাই টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক হাওয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক অঅব্দুর রাজ্জাক বাচ্চু, একুশে টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক, চ্যানেল ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক টিচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক শরীফ উদ্দিন বিশ^াস, বিজয় টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক নাফিজ আল নাব্বির, দৈনিক খবরওয়ালা পত্রিকার বার্তা সম্পাদক আমিন হাসান, দৈনিক সময়ের কাগজ’র বার্তা সম্পাদক অঞ্জন কৃঞ্চ শীল শুভ, জিলাইভ ২৪ ডট কম এর কুষ্টিয়া প্রতিনিধি রঞ্জুউর রহমান  সহ বিভিন্ন ইলেক্ট্রিক মিডিয়া সাংবাদিক ও স্থানীয় প্রিন্ট মিডিয়া সম্পাদক, জাতীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মাদক নিয়নন্ত্রনে সকলের ভূমিকা  রাখার আহ্বান জানিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার দিক নির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, আমি জনগণের কল্যানে কাজ করবো। কিশোর গ্যাং দেখতে চাই না। অরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর ভূমিকায় থাকবে জেলা পুলিশ। মাদকের সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ১৮ বছরের নিচে যারা রয়েছে তাদেরকে শিশু-কিশোর বলা হয়। সে লক্ষ্যে কিশোর গ্যাং পুলিশকে দিয়ে নিয়ন্ত্রণ করা অনেক দুষ্কর। সেক্ষেত্রে সাংবাদিক, সমাজপতি ও অভিভাবকদের সচেতন হতে হবে। না হলে এটি নিয়ন্ত্রণ করা কষ্টদায়ক। তবে অপরাধী কিশোর গ্যাং হলে প্রয়োজনে অভিভাবকদের ডাকা হবে।