মাথায় পিলার ভেঙে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাথায় পিলার ভেঙে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৬, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ফরেস্টারের কার্যালয় সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের গেটের পিলার ভেঙে ৪ বছরের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খোকসা মাঠ পাড়া গ্রামের মো. উজ্জল শেখের শিশুটি সন্তান জুবায়েদ ইসলাম (৪) বিকেলে স্থানীয় শিশুদের সঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে পরিত্যক্ত গেটের ওই পিলারটি ভেঙে শিশুটির মাথার উপর পড়লে মাথার ডান পাশে পড়লে শিশুটির মাথার ঘিলু বেরিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ঘটনাস্থলে ছুটে আসেন ,বনবিভাগের প্রধান গেটে নিম্নমানের পিলার দেখেন এবং তদন্ত সাপেক্ষে এর আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানিয়েছেন।