চিংড়ি মাছে জেলি, কুমারখালীতে এক ব্যবসায়ীর অর্থদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চিংড়ি মাছে জেলি, কুমারখালীতে এক ব্যবসায়ীর অর্থদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২১, ২০২৩
চিংড়ি মাছে জেলি, কুমারখালীতে এক ব্যবসায়ীর অর্থদণ্ড

কুষ্টিয়া কুমারখালী পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ৩ কেজি চিংড়ি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনায় জড়িত থাকায় মোস্তফা কামাল নামে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চিংড়ি মাছে জেলি, কুমারখালীতে এক ব্যবসায়ীর অর্থদণ্ড

চিংড়ি মাছে জেলি, কুমারখালীতে এক ব্যবসায়ীর অর্থদণ্ড

চিংড়ি মাছে জেলি, কুমারখালীতে এক ব্যবসায়ীর অর্থদণ্ড

বুধবার (২১ জুন) দুপুরে মাছ বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অভিযানে সহযোগিতা করে থানা পুলিশ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পৌর মাছ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে মাছের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাছ ব্যবসায়ী মোস্তফা কামাল চিংড়ি মাছের মধ্যে জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে মাছ বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে তাদের মাছগুলো পরীক্ষা করে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের উভয়কে দুই হাজার টাকা জরিমানা করা হয় । পরে জব্দকৃত জেলি মেশানো মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান, পৌর মাছ বাজারে চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য জেলি ঢুকিয়ে মাছ বিক্রি করছিল এক অসাধু ব্যবসায়ীরা। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর পাশাপাশি মাছে কোনো প্রকার ক্ষতিকর রঙ বা কেমিক্যাল মেশানোর বিষয়ে সকল মাছ ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে।

আরও পড়ুন: