বিশেষ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবসে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি কুষ্টিয়া সনাকের শ্রদ্ধাঞ্জলি। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি’র সহ সভাপতি শাহাজাহান আলী, সদস্য মোঃ রফিকুল আলম, খোন্দকার আমানুল্লাহ, মীর ছানোয়ার হোসেন, সুভাশীষ সাহা খোকন, মজিবুর রহমান, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলামসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ।
