মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৩
মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে কয়েকদিন আগেই রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল চত্বর সহ শহীদ বেদীস্থল।

মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে বেলা ১২টার দিকে কুষ্টিয়া বঙ্গবন্ধু স্কয়ার চত্বর (সরকারি কলেজ গেট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানায়।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজ্ঞ পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, সদস্য হাবিবুল হক পুলক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, সহ-সভাপতি ডাঃ গোলাম মওলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

এছাড়াও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।