মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের কর্মী-সমর্থকদের বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের কর্মী-সমর্থকদের বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৫, ২০২৫

রেলগেট ফেলে ২য় দিনেও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৩৭টি আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। এতে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তার কর্মী সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি একটাই চুড়ান্ত তালিকায় সোহরাব উদ্দিনকে মনোনয়ন দিতে হবে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৭টার দিকে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের কর্মী সমর্থকেরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রম করে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি শহরের মজমপুর গেটে অবস্থান নিলে বিক্ষোভকারীরা রেল গেট ফেলে সড়ক অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এতে করে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এই আসনটিতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বাদ দিয়ে, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে মনোনীত করায় ক্ষুব্ধ হয়েছে সোহরাব উদ্দিনের কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে নিজেকে উৎসর্গ করেছেন।

তিনি ক্ষমতায় থাকাকালীন কখনও দলের পেছনে দাঁড়িয়ে কাজ করেনি। অপব্যবহার ও অবৈধ ইনকামের মধ্যে ছিলো না। বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। গত বছরের জুলাই আন্দোলনে ৫ আগষ্টে সোহরাব উদ্দিনের নেতৃত্বে কুষ্টিয়া থেকে হাজারো নেতাকর্মী অংশ নেয়।

ইতিমধ্যে দল থেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, সেই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এই আসনে একমাত্র যোগ্য প্রার্থী সোহরাব উদ্দিন। তাকে মনোনয়ন দিতে হবে সহ বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা। এছাড়া সোহরাব উদ্দিনের পক্ষে স্লোগান দিতে দিতে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। তারা অভিযোগ করেন, দলের সিনিয়র এই নেতাকে বঞ্চিত করে “অযোগ্য প্রার্থীকে” মনোনয়ন দেওয়া হয়েছে। এসময় কর্মী-সমর্থকরা দাবি করেছেন, সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন না দেওয়া মানে তাদের যেকোনো রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের নির্বাচনে তাকেই এমপি হিসেবে দেখতে চান তারা। বিক্ষোভ শেষে অবরোধ তুলে নিলে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানচলাচল স্বাভাবিক করতে কাজ করে। এদিকে বিক্ষোভের বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, “শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। তবে আমি শহরের বাইরে আছি।