ভেড়ামারায় মনি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
কুষ্টিয়ার ভেড়ামারায় মনি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিত্তিপাড়া কিশোর সংঘ ক্লাবের আয়োজিত মনি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

ভেড়ামারায় মনি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী
তিনি বলেন- সমস্ত যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে, দূরে রাখতে যখন যে খেলার প্রয়োজন সেই খেলার সাথে আমি আছি। প্রধানমন্ত্রীর মাদকবিরোধী জিরো টলারেন্স বাস্তবায়ন করতে আমার পক্ষ থেকে যত রকম সাহায্য করার দরকার আমি সবসময় করব, সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমি একজন তরুণ তাই তরুণ যুব সমাজকে দেশের উন্নয়ন কর্মকান্ড অংশগ্রহণ করার লক্ষ্যে আমি কাজ করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা স্বাস্থ্য ফাউন্ডেশন-এর সভাপতি ডাক্তার সাজেদুর রহমান সাজু, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হেলাল মজুমদার, স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি ড: শহিদুল ইসলাম, আজিজুল হক ভান্ডারী, সীমান্ত কথা পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মাহমুদুল হাসান চন্দনসহ সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন ক্ষেমিরদিয়াড় জাগরণী ক্লাব ও বিত্তিপাড়া এম সি ক্লাব। ক্ষেমিরদিয়াড় জাগরণী ক্লাব ৩-০ গোলে বিজয় হয়। খেলাটি দেখতে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
