মতা অপব্যবহারের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে কুষ্টিয়ায় স্কুল শিক্ষিকা ও তাঁর স্বামী আতার বিরুদ্ধে দুদকের মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মতা অপব্যবহারের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে কুষ্টিয়ায় স্কুল শিক্ষিকা ও তাঁর স্বামী আতার বিরুদ্ধে দুদকের মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৪, ২০২৪

নিজ সংবাদ ॥ প্রায় ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর এক শিকিা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার (১১মার্চ) বিকেল ৪টায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক, নীল কমল পাল বাদী হয়ে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (বিশেষ আদালত) বিচারক মো. আশরাফুল ইসলামের আদালতে মামলাটি দাখিল করেন। যার নম্বর-০২। ওই মামলার আসামিরা হলেন, কুষ্টিয়া ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিকিা মোছাঃ সাম্মিয়ারা পারভীন (৪২) ও তাঁর স্বামী আতাউর রহমান (৪৭)। তাঁরা বর্তমানে কুষ্টিয়া পৌরসভার ম.আ.রহিম সড়কের হোল্ডিং নং ৭/৬১ এর বাসিন্দা। আতাউর কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও আতাউর রহমান আতা কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের চাচাতো ভাই।  তিনি ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর ষোলদাগ গ্রামের বাসিন্দা মৃত আব্দুস ছাত্তারের ছেলে। অবৈধ সম্পদ আহরণে মতার অপব্যবহার করে স্ত্রীকে সহায়তার দায়ে আতাউর রহমান আতাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মোছাঃ সাম্মিয়ারা পারভীন তাঁর স্বামী আতাউর রহমানের সহায়তায় ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন ও দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৪এর ২৬/(২) ও ২৭(১) ধারাসহ দন্ডবিধির ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার কৌসুলি অ্যাড আল মুজাহিদ মিঠু জানান, ‘আসামি মোছা. শাম্মী আরা পারভীন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩,৬৫,৪৬৮/- টাকার সম্পদের ঘোষণা না দিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদান করে গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে ৬৩,৬৬,৫৭৪/- টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং ওই অপরাধ সংঘটনে তার স্বামী আসামি (২) মো. আতাউর রহমান (আতা) তাকে সহায়তা করে দন্ড বিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।  এ বিষয়ে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০২২ সালে মার্চে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্কুল শিক্ষিকা স্ত্রী মোছা. শাম্মী আরা পারভীনের শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে নেমে স্বামী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের হদিস পান দুদকের তদন্ত কমিটি। এই অভিযোগ তদন্তে নেমে আসামিদের ঢাকা ও কুষ্টিয়ার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেন এবং অভিযোগটি এখনও তদন্তাধীন বলে দুদক সূত্র নিশ্চিত করে।