খোকসায় লাটাহাম্বা গাড়ির ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় লাটাহাম্বা গাড়ির ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২৩

কুষ্টিয়ার খোকসা থানাধীন রমানাথপুর আরশাদ মোড়ে বাটাহাম্বা গাড়ির ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জনি (৩০) পেশায় একজন রাজমিস্ত্রি ।

খোকসায় লাটাহাম্বা গাড়ির ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

খোকসায় বাটাহাম্বা গাড়ির ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় যে, তিনি শনিবার সকাল আটটার সময় রমানাথপুর নিজ বাড়ি থেকে তার ব্যবহৃত ডিসকভারি ১০০ সিসি মটরসাইকেলটি নিয়ে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে ৫০ গজ দুরুত্বে আরশাদ মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা ঘাতক বাটাহাম্বা গাড়ির ড্রাইভার জামাল (২৫) পিতা মোঃ জান্নান বাটাহাম্বা গাড়িটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মটর সাইকেলটি নিয়ে দাড়িয়ে থাকা জনি (৩০), কে ধাক্কা মারলে ঘটনা স্থলেই গুরুতর রক্তাক্ত জখম হয়ে মারা যান।

পরবর্তীতে স্থানীয় লোক জন এসে নিহত জনি (৩০) কে উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এদিকে ঘাতক বাটাহাম্বা গাড়ির ড্রাইভার জামাল (২৫) পলাতক রয়েছে , স্থানীয় লোকজন ঘাতক গাড়িটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে ও রমানাথপুর ক্যানাল সড়ক অবরোধ করে রেখেছে।

 

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নিহত জনি (৩০) মোঃ টিপু হোসেনের এক মাএ ছেলে, তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গিয়েছেন।

আরও দেখুন: