কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৩
কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে যানবাহন ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকায় হেলমেট ব্যবহার না করা ও অতিরিক্ত আরোহী থাকায় পাঁচজনকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বুধবার (১৩ সেপ্টেম্বর) শেষ বিকেলে ঘণ্টাব্যাপী কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় সড়ক ও পরিবহন আইনে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডল।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এতথ্য নিশ্চিত করে ইউএনও বিতান কুমার মন্ডল জানান, সড়ক দুর্ঘটনা কমাতে ও সড়ক নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে বুধবার যানবাহন ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকা, হেলমেট ব্যবহার না করা এবং অতিরিক্ত আরোহী থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনের কাছ থেকে দুই হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: