ভেড়ামারা সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব’২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব’২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি কর্মকর্তা সুশীল সমাজ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে কুষ্টিয়া জেলা প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টার সময় উপজেলা কনফারেন্স রুমে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের  সাথে সরকারি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফারজানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, মোঃ বায়েজিদ খান যুগ্ন আহব্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা। উপজেলা মহিলা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহ সুশীল সমাজ, বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সুধি ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এরপরে ২জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন।

তারপর তারুণ্যের উৎসব’র ক্রীড়া প্রতিযোগিতা’২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। ভেড়ামারা সরকারি কলেজ মাঠে টি-টোয়েন্টি ক্রিকেট লীগ, হাই জাম্প, শটপুট, দৌড়, ডিসকাস ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে তারুণ্যকে প্রেরণা জোগাতে ব্যাট হাতে মাঠে নামেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বল নিয়ে অপর প্রান্ত থেকে ছুটে আসেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। ৬টি ইউনিয়ন ও পৌরসভার ২টি দল নিয়ে সাজানো ৫০৪ জন খেলোয়াড়ের ৫২ দিনের এই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।