ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল্ হেরা মডেল একাডেমির কোমলমতি ৬’শ শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
প্রবাসী বিদ্যুৎ হোসেন এর আর্থিক সহযোগিতায় এই চারা বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। বিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষাবিদ এবং বাংলা একাডেমীর জীবন সদস্য আলহাজ্ব হাসানুজ্জামান খসরুর সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ফিজু, মাওলানা আব্দুল কাদের।
অনুষ্ঠানে প্রায় ৬০০ ফলজ এবং বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
