ভেড়ামারা প্রেসক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা প্রেসক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১০, ২০২৪

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভেড়ামারা প্রেসক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে সংবর্ধনা

বিকাল ৫ টায় নবনির্বাচিত এমপি মহোদয় ভেড়ামারা প্রেসক্লাবে এসে পৌঁছালে তাকে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। গত ৭ ই জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হন। নবনির্বাচিত এমপি ভেড়ামারার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে খোলামেলা বৈঠক করেন। তিনি প্রেসক্লাব ও সাংবাদিকদের বিষয়ে জানতে চান। ব্যক্তিগতভাবে তিনি ভেড়ামারা প্রেসক্লাবকে দুটি কম্পিউটার প্রদানের ঘোষণা দেন। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল মুকুল, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, ওমর ফারুক ও মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ,তথ্য ও গবেষনা সম্পাদক মো জহিরুল কবীর নবীন, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক রোহানুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহন আলী, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, মেহেদী হাসান জ্যাকি, শাকিল হোসেন, শিপন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।