ভেড়ামারা কলেজ সরকারিকরণ হওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ সরকারিকরণ হওয়ায় আনন্দ র্যালি করেছে শিক্ষক-কর্মচারীরা। সোমবার (১১ডিসেম্বর) দুপুরে কলেজ সরকারিকরণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে।

ভেড়ামারা কলেজ সরকারিকরণ হওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত
এসময় বক্তারা বলেন, ভেড়ামারা বাসীর প্রাণের দাবি ছিলো ভেড়ামারা কলেজ সরকারিকরণ হওয়া। ভেড়ামারার প্রাচীন এই কলেজ থেকে শতশত শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। পরিশেষে দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিক্ষক-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ খলিল উল্লাহ সহ কলেজের শিক্ষক-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
