ভেড়ামারার পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে ডিসি ইকবাল হোসেন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারার পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে ডিসি ইকবাল হোসেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২১, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় ডুবে যাওয়া ২ কৃষকের পরিবারের পাশে দাঁড়ালেন নবাগত কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  ইকবাল হোসেন। নিহতদের কবর জিয়ারত করলেন। উল্লেখ্য মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার মোকারিমপুর  ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫০) ও শরাফত প্রামাণিকের ছেলে মামুন (২৮)।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াই টার সময কুষ্টিয়া নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন নিহতের পরিবারের মানুষদের সাথে কথা বলে সান্তনা দেন তিনি বলেন, একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু  কিছু মৃত্যু কষ্টদায়ক তাদের এই অকাল মৃত্যুতে আমার বিবেকের কাছে নাড়া দিয়েছে তাই আমি আমার নৈতিকতার কাছ থেকে শোকাহত পরিবারের পাশে এসেছি এবং আমি কুষ্টিয়া জেলার রুট লেভেল থেকে কাজ করতে চাই। পরে নিহত পরিবারদের মাঝে কিছু খাদ্য ও  আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিহতদের পরিবারে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পরে জেলা প্রশাসক নিহত রশিদ ও মামুনের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভেড়ামারা উপজেলা নির্বাহী  অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মিজানুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।