ভেড়ামারায় সাংবাদিকদের সাথে অধ্যাপক শহিদুল ইসলামের মত বিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে অধ্যাপক শহিদুল ইসলামের মত বিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৭, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার- ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার সময় ভেড়ামারায় তার বাস ভবনে দেশের চলমান পরিস্থিতির উপরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আজ ছাত্র জনতার আন্দোলনের মুখে   স্বৈরাচারী শেখ হাসিনা  পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। আমি আন্দোলনকারী ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। তাই আমি আমার ভেড়ামারা মিরপুরের  শান্তি প্রিয় বিএনপি সহ তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানাচ্ছি যে, এই দেশ আমাদের এই দেশের সম্পদ আমাদের। আপনারা সবাই শান্ত থাকবেন। এবং খেয়াল রাখবেন যেন অন্য কোন দলের ছেলেরা এসে জ্বালাও পোড়া ভাঙচুর যেন না করে।

আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বি এন পির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নির্দেশ দিয়েছে যে কোন সংখ্যালঘুর পরিবারের উপর অত্যাচার যেন না হয় কোন জ্বালাও পড়াও যেন না হয় এটা আপনাদেরকে সবাই খেয়াল রাখতে হবে এবং সাধারণ মানুষ ও সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কে সহযোগিতা করতে হবে।