ভেড়ামারায় সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে দুই জন গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

 ভেড়ামারায় সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে দুই জন গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৪, ২০২৪

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ভেড়ামারায় সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ৯ মে সকাল ৯টার সময় সরকারী রাজস্ব আহরণের কাজে বাধা প্রদান করা সহ সরকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন অবস্থায় প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়।

এছাড়াও নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও সরবরার করে সরকারের রাজস্ব ঝুঁকি ও রাজস্ব ফাঁকির অপচেষ্টা করার অভিযোগে গত ১১ জুন ১৮৬০ সালের স্পেশাল পাওয়ার আইনের ২৫(বি)/২৫(ডি) ধারায় ১৪৩/১৮৬/১৮৯ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৯।

তারই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন (বিপিএম, পিপিএম) এর দিক নির্দেশনায় গতকাল বুধবার (৩ জুলাই) দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার দুই জন ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ মামাদ’র পুত্র আলমঘীর হোসেন (৩৫) মৃত ইয়াসীন আলী প্রামানিকের পুত্র আনোয়ার হোসেন বকুল (৫২)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোড়ামারা থানায় হস্তাস্তর করা হয়েছে