ভেড়ামারায় সড়ক ও জনপথের সংস্কার কাজের শুভ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় সড়ক ও জনপথের সংস্কার কাজের শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২৪

কুষ্টিয়ার ভেড়ামারায় ঢাকা কোচ স্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের আওতায় সড়কের সংস্কার কাজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শুভ উদ্বোধন করেছেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।

ভেড়ামারায় সড়ক ও জনপথের সংস্কার কাজের শুভ উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা শাখার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা পৌরসভার তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভেড়ামারা দক্ষিণ রেল গেট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ৩৬০০মিটার দীর্ঘ্য এবং ১৮ ফুট প্রশস্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়। সড়কের চুক্তিমূল্য ৯০ লক্ষ টাকা। উল্লেখ্য সড়কটির বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ার কারণে পথচারী ও যানবাহনে চলাচলকারীদের জন্য বিঘ্ন ও ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের আন্তরিকতায় দ্রুত সড়কের সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়।