ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মহিলাসহ ৪ জনকে আটক করেছে। গত বুধবার রাতে ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরেকে আটক করা হয়। আটকৃতরা হলো ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকার রাজা আলীর স্ত্রী হিরা খাতুন (৪০), আক্তার আলীর ছেলে লিটন আলী (৩০), আঃ সালামের ছেলে শফিকুল ইসলাম স্বপন (৪০) ও কলম ভান্ডারীর ছেলে সাকিব হোসেন (২৪) । মহিলাসহ ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান। কুষ্টিয়া সেনাবাহিনীর কার্ষালয় সূত্রে জানা গেছে,
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে রাজা আলীর স্ত্রী হিরা খাতুন, আক্তার আলীর ছেলে লিটন আলী, আঃ সালামের ছেলে শফিকুল ইসলাম স্বপন ও কলম ভান্ডারীর ছেলে সাকিব হোসেন কে আটক করেছে। ডুমুরিয়াসহ বিলডাকাতিয়ার পানি বিকল্প পথে নিষ্কাশনের চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরলেন ইউএনও আল-আমিন আটককৃতদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৮ শত টাকা, ৫০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ১৪টি মোবাইল ফোন, ২৭০ গ্রাম গাঁজা। মহিলাসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার আনোয়ার হোসাইন জানান, হিরা খাতুন, লিটন আলী, শফিকুল ইসলাম স্বপন ও সাকিব হোসেন কে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
