ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৪

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আবু হোসেন (৩০) ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ভেড়ামারার ১২ মাইল সাব স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবু হোসেন ভেড়ামারার গোলাপনগর ফকিরাবাদ বকশিপাড়ার মোতালেব হোসেনের পুত্র। এই বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, আমরা এমন একটি খবর শুনেছি। কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ। তারা বিস্তারিত বলতে পারবে। ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গেছে। এখনও বিস্তারিত পাই নাই।