হেলাল মজুমদার, ভেড়ামারা ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উত্তর রেলগেটের পাশে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনসহ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেড়ামারা উত্তর রেলগেটের পাশে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা দেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আজ থেকে আপনাদের একটা নির্ধারিত বসার জায়গা হলো। এখানে কয়েকটি দোকান আছে, একটি অডিটোরিয়াম আছে। এগুলো ভাড়া দিয়ে যে টাকা আসবে তা মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বানাত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মুনছুর আলী এরবং বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক বিজলি সহ উপজেলার আহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারে নিকট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
