ভেড়ামারায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ ২ মে, অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ১৪৫৩ জন ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলার পরিষদ চত্বরে অডিটরিয়ামে কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমঙ্গীর হোসেনের নেতৃত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (১৩ মে) সকাল ১০টা সময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা । উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবার ভেড়ামারা উপজেলাতে মোট ৬১টি সেন্টারে ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা এবং ৩৯৬ জন অ্যাসিস্ট্যান্ট এবং প্রতিটি প্রার্থীর দুজন করে পোলিং এজেন্ট মোট ৯৯৬ জন দায়িত্বে থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহাসীন আল মুরাদ। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার প্রমূখ।